কৃষিবিদ দিবস উপলক্ষ্যে কেআইবি’র ভার্চুয়াল সভা
কৃষি বিভাগ
আজ ১৩ ফেব্রুয়ারী – কৃষিবিদ দিবস।১৯৭৩ সালের এই দিনে কৃষিবিদদের সরকারি চাকরিতে প্রবেশের সময় প্রথম শ্রেণির কর্মকর্তার মর্যাদা দেয়ার ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি স্মরণীয় করে রাখতে ২০১১ সাল থেকে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস হিসেবে পালন করছে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন।
দিনটি উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) কর্তৃক সন্ধ্যা ৭ টায় এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
উক্ত ভার্চুয়াল সভায় সকল কৃষিবিদদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মোঃ খায়রুল আলম প্রিন্স।