আগামী ১৯ই মার্চ বাফিটা’র ৫ম বার্ষিক সাধারণ সভা
পোলট্রি
বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইমপোর্টার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা) এর ৫ম বার্ষিক সভা আগামী ১৯ই মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। “ঢাকা ক্লাব লিমিটেড” রমনা, ঢাকা এর “স্যামসন এইচ চৌধুরী সেন্টার (তৃতীয় ফ্লোর)” এ সকাল ১০টায় এই সভাটি অনুষ্ঠিত হবে ।
সভায় আলোচনার বিষয়বস্তু হচ্ছেঃ
- ২০মার্চ, ২০২০ তারিখের অনুষ্ঠিত বার্ষিক সভা ২০২০ এর কার্যবিবরণী অনুমোদন।
- বাফিটা’র কার্যনির্বাহী পরিষদের বার্ষিক প্রতিবেন-২০২১ পেশ ও অনুমোদন।
- ২০২০-২০২১ অর্থবছরের আয়-ব্যয় হিসাব এবং নিরীক্ষা প্রতিবেদন পেশ ও অনুমোদন।
- ২০২১-২০২২ অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ।
- ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অনুমোদন।
বাফিটা’র মহাসচিব মো. হেলাল উদ্দিন বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইমপোর্টার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যগণকে উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ।