ঝিনাইদহে পেঁয়াজের বাম্পার ফলন
কৃষি বিভাগ
আবহাওয়া অনুকূলে থাকা আর পরিমিত পরিচর্যার কারণে এবার পেঁয়াজে ভালো ফলন পেয়েছেন ঝিনাইদহের কৃষকেরা। চার মাসের পরিচর্যা শেষে ঝিনাইদহের মাঠে মাঠে পেঁয়াজ তোলার ধুম পড়েছে। দেখা মিলে পেঁয়াজ নানা ব্যস্ততা কৃষকদের। যার কারণে খুশি সেখানকার কৃষকরা।
কৃষকরা জানান, তারা অনেকেই হাইব্রিড জাতের পেঁয়াজের চাষ করেছে। ফলনও হয়েছে বেশ। একজন কৃষক জানান, তিনি ৩ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করে প্রায় ৮০ মন করে পাচ্ছে। অন্য একজন কৃষক জানান, যে বিঘা জমিতে গতবার ৬০ মন পেয়েছি এবার সেখানে পাচ্ছি প্রায় ৮০ মন পেঁয়াজ।
কৃষকদের দাবি,এখনও পেঁয়াজের দাম ভালো।কিন্তু কয়দিন পর যদি দাম কমে যায় তাহলে লোকসান হবে। আগামী ৪ টা মাস বিদেশ থেকে যদি পিয়াজ আমদানী না করে সরকার তাহলে লাভবান হবেন কৃষক।”
ঝিনাইদহ জেলার কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার জানান,গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ৮’শ ২২ হেক্টর বেশি আবাদ করা হয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না থাকায় এবার পেঁয়াজের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। এ অবস্থায় ভালো দাম পেতে পরিপক্ক হওয়ার পর মাঠ থেকে পেঁয়াজ তুলে তা কিছুদিন সংরক্ষণ করে বিক্রি করলে কৃষক লাভবান হবেন বলে তিনি জানান।