ফেনীতে ফার্মা এন্ড ফার্ম’র পোল্ট্রির ভ্যাকসিনেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পোলট্রি
“পোল্ট্রি সেক্টরের উন্নয়ন, খামারির উন্নয়ন” এই থিম কে প্রাধান্য দিয়ে ফেনীতে ফার্মা এন্ড ফার্ম’র একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ) পোল্ট্রির ভ্যাকসিনেশনের সাথে জড়িত ভ্যাকসিনেটদের নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
পোল্ট্রি সেমিনারটিতে ফার্মা এন্ড ফার্ম’র রিজিওনাল সেলস ম্যানেজার মোতালেব তুষার “রোগ-প্রতিরোধ ভ্যাকসিনেশন ও তার গুরুত্ব” শিরোনামে বিশদ আলোচনা ও মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন। এসময় ভ্যাকসিন কি? ভ্যাকসিন অকার্যকারিতা বা ব্যর্থতা নিয়েও আলোচনা করেন। আলোচনা শেষ পর্যায়ে তিনি ফার্মা এন্ড ফার্ম’র (Poulshot B1+IB, Poulshot Gumboro,Poulshot NDO) ইত্যাদি ভ্যাকসিন এর গুণগতমান ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
সেমিনারটিতে অংশগ্রহণকারী খামারিদের প্রোডাক্ট ব্র্যান্ড ( Shilevo, Poulshot Coryza, Hytil Sol, Suplexan Ren) নামে একটি করে টি- শার্ট উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, সেমিনারটিতে সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার ও টেরিটোরির মার্কেটিং অফিসার উপস্থিত ছিলেন।