ভারত থেকে গম আমদানিতে নিষেধাজ্ঞা নেই: খাদ্যমন্ত্রী
এগ্রিবিজনেস
ভারত থেকে গম আমদানিতে সরকারি-বেসরকারিভাবে কোনো বাধা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১৮ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, অতিবৃষ্টির কারণে চাল প্রক্রিয়াজাত করতে বিঘ্ন এবং পুরোপুরি চালের মৌসুম শুরু না হওয়ায় বাজারে দাম কিছুটা বেড়েছে। মিলওয়ালাদের ধান এখনও চাতালে। তারা উৎপাদনে যায়নি। এছাড়া বৃষ্টির জন্য ধান শুকাতে ২ দিনের বদলে ৫-৭ দিন লাগছে। তবে চিন্তার কিছু নেই। খুব শিগগিরই দাম সহনীয় হবে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, একটি টিম সার্বক্ষণিক বাজার তদারকি করছে। শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে। মজুদের খবর পেলেই ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
দেশে খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, চালের জোগান কম নেই। ভারত প্রতিবেশী দেশের জন্য গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়নি। আমরা চিঠি দিয়েছি। গম নিয়ে চিন্তা নেই।
খাদ্য সচিব নাজমানারা খানুম বলেন, সারা বিশ্বেই খাদ্যের সমস্যা আছে। তবে বাংলাদেশে কোনোভাবেই খাদ্য সঙ্কট হবে না। হাওড়ে অকাল বন্যা হলেও চাল সংগ্রহে সমস্যা হবে না।