হিলিতে কমেছে পেঁয়াজের দাম
এগ্রিবিজনেস
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে খুচরা ও পাইকারি বাজারে কেজিপ্রতি ৬ থেকে ১০ টাকা করে কমেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৬-৮ টাকা কমে বিক্রি হচ্ছে ২২ টাকায় এবং দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৬ টাকা কেজি দরে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশী পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম কিছুটা কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
ক্রেতা আমিরুল ইসলাম জানান, পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে রসুনের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তেল, চিনি, ময়দা, চাল, ডালসহ নানা পণ্যের দাম বেশি। সেই তুলনায় আমাদের আয় বৃদ্ধি হচ্ছে না।
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুল ইসলাম জানান, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম কমেছে। দাম আরও কমতে পারে কিন্তু রসুনের বাজার খুব চড়া, কেজিতে ৩০ টাকা বেঁড়ে ৭০ টাকা হয়েছে।