প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) কল্যাণ পরিষদের বহুল প্রত্যাশিত কমিটি গঠন
প্রাণিসম্পদ
নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করণ সহ দুধ, ডিম ও মাংসে স্বয়ংসম্পূর্ন করতে কৃষিক্ষাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একান্ত প্রচেষ্টায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে মেগা প্রজেক্ট লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট।৪৬৫ উপজেলায় প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” (এলডিডিপি) কাজ করছে। প্রকল্পের ফিল্ড লেভেলের কর্মকর্তা হিসেবে উপজেলা পর্যায়ে লাইভস্টক এক্সটেনশন অফিসার (এলইও) গণ কাজ করছে । প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে “প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) কল্যাণ পরিষদ” নামে একটি কমিটি গঠন করা হয়েছে।ভোটের মাধ্যমে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো: আছাবুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. এ.এম.এম. গোলাম মর্তুজা।
নবগঠিত কমিটির সভাপতি ডা. মোঃ আছাবুর রহমান বলেন, “বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান মর্যাদাকে সমুন্নত রেখে প্রাণিসম্পদ এর সার্বিক উন্নয়নে কাজ করে যাবো”। এছাড়া নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ডা. এ. এম.এম. গোলাম মর্তুজা বলেন, “সুস্থ সবল মেধাবী জাতি গঠনে প্রাণিসম্পদ অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিরাপদ প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ ও প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” (এলডিডিপি) কাজ করছে। আমাদের এই কমিটি এলডিডিপি প্রকল্পের সাফল্য অর্জনের পাশাপাশি লাইভস্টক এক্সটেনশন অফিসার(এলইও) দের সার্বিক কল্যাণে কাজ করবে। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে প্রাণিসম্পদ তথা দেশের উন্নয়নে অবদানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে চাই।”