মিরসরাইয়ের কচু যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়
কৃষি বিভাগ
মিরসরাইয়ের কৃষকরা দিন দিন কচু চাষের দিকে ঝুঁকছেন। কচু চাষে পরিশ্রম বেশি হলেও লাভ বেশি বলে চাষের হার বাড়ছে। স্থানীয় বাজারসহ সারাদেশে কচুর চাহিদা থাকায় কচু চাষে প্রতিনিয়ত নতুন নতুন চাষি যুক্ত হচ্ছেন। মিরসরাইয়ের কচু যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।
মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের কচুয়া এলাকার কৃষক নুর হোসেন ও নওশা মিয়া বলেন, তারা এবছর ৬০ শতক জমিতে কচু চাষ করে ইতোমধ্যে ১ লাখ ৩২ হাজার টাকার কচু বিক্রিও করেছেন। জমিতে যা কচু আছে তা আরও ১৫ দিন বিক্রি করতে পারবেন বলে জানান তারা। বলেন, কচু চাষে কষ্ট বেশি হলেও লাভও বেশি হয়। কচুর পাশাপাশি কচুর ফুল ও লতি বিক্রি করা যায়। এখানকার কচু স্থানীয় বাজারসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
মিরসরাই উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন, উপজেলায় এবার ১৫০ একর জমিতে কচু চাষ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষ হলেও সর্বোচ্চ চাষ হয় মিরসরাই পৌরসভা ও মঘাদিয়া ইউনিয়নে। এসব এলাকার কৃষকরা কচু চাষে ভালো করেছেন।