বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ক্যাম্পাস
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা প্রণয়ন বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারনে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাকৃবি সংস্থাপন শাখার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বাকৃবি পরিষদের সভাপতি মো.খাইরুল আলম নান্নু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাসার আমজাদ এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম মজনু, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন
যুগ্ম-মহাসচিব মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা, মো. আসাদুজ্জামান আসাদ।
এছাড়া বাকৃবি ট্রেজারার রাকিব উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ছাইফুল ইসলাম,বাকৃবি অফিসারপরিষদ এর সাবেক সভাপতি কৃষিবিদ আরীফ জাহাঙ্গীরসহ বাকৃবি অফিসার পরিষদের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভায় ফেডারেশনের বর্তমান ও ভবিষ্যত কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উক্ত মতবিনিময় সভায় ভবিষ্যতে আন্দোলন সংগ্রামের নানা কর্মপন্থা ঠিক করতে নানাবিধ প্রস্তাব উপস্থাপিত হয়।