ভোলার লালমোহনপ মাছের পোনা অবমুক্তকরণ
মৎস্য
জেলার লালমোহন উপজেলায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার বেলা ১২ টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন কার্প জাতীয় পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মাসুমা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রুহুল কুদ্দুস, উপজেলা এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী মো: বখতিয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আজ উপজেলার পুকুরসহ মোট ২৬ টি পুকুর-জলাশয়ে ৩৫৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।