বাকৃবিতে শেখ রাসেল দিবস-২০২২ পালিত
ক্যাম্পাস
দীন মোহাম্মদ দীনু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।
পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী ও অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারি ও প্রিন্ট মিডিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।