বিশ্বের সবচেয়ে বড় ফুল
প্রাণ ও প্রকৃতি
ফুল দেখতে খুব সুন্দর। ফুলের ঘ্রাণে আমাদের বুক ভরে যায়। তাই আমরা সবাই ফুলকে ভালোবাসি। আর ফুল আমাদের সবার মাঝে সব সময় ভালোবাসাকে বৃদ্ধি করে। পৃথিবীতে এমন একটা ফুল আছে, যেটা থেকে ঘ্রাণ বের হয় না। বের হয় ভয়ংকর দুর্গন্ধ। সাধারণ ফুলের চেয়ে এটা আকারে বড়। সত্যি বলতে এটা আকারে তোমার চেয়েও বড়। এটাই পৃথিবীর সবচেয়ে বড় ফুল।
ফুলটার নাম কর্পস ফুল। ইন্দোনেশিয়ার সুমাত্রার বনে জন্মে এটা। মাঝে মাঝে মালয়েশিয়ার বনেও জন্মাতে দেখা যায়।
গাছের বয়স যখন ৫ থেকে ১০ বছর হয়, তখন এতে ফুল ধরে। এরপর প্রতি দুই থেকে তিন বছর পরপর ফুল আসে। আগেই বলেছি, এটা থেকে দুর্গন্ধ বের হয়। গন্ধটা অনেকটা পচা মাংসের মতো।