বকশীগঞ্জে পাটের গুদামে আগুন, ৮৬ লাখ টাকার ক্ষতি
কৃষি বিভাগ
জামালপুরের বকশীগঞ্জে পাটের গুদাম আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পৌর শহরের চরকাউরিয়া পশ্চিম মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৮৬ লাখ টাকার পাট পুড়ে গেছে বলে দাবি করেছেন গুদামের মালিক।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে বকশীগঞ্জের পাট ব্যবসায়ী জুয়েল মিয়ার গুদামে আগুন লাগে। এরপর স্থানীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে চারটি ইউনিট এসে পঁঅচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে গুদামে থাকা প্রায় ৩ হাজার মণ পাট আগুনে পুড়ে যায়।
এ নিয়ে পাটগুদামের মালিক জুয়েল মিয়া বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে জানতে পারি, গুদামে আগুন লেগেছে। গুদামে প্রায় ৩ হাজার মণ পাট ছিল, যার বাজার মূল্য ৮৬ লাখ টাকার মতো। সব পুড়ে গেছে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তুহিনুল উল হক জানান, ‘বকশীগঞ্জ ও শ্রীবরদী উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।