হালদা নদীতে বিষ দিয়ে মাছ শিকার, একমাসের কারাদণ্ড
মৎস্য
চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে একজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের গছালি খালের পশ্চিম পাশে হালদা নদীতে মাছ ধরার সময় মো. আলমগীর নামের ওই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। তবে আলমগীরের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।
আলমগীর গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মোনাফের ছেলে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম সেখানে গিয়ে আলমগীরকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, স্থানীয়রা ইউপি সদস্য ইস্কান্দার হোসেন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। বিষ প্রয়োগ করে সেখান থেকে ধরা মাছও জব্দ করা হয়।
গড়দুয়ারা ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার মোর্শেদ তালুকদারের উপস্থিতিতে দোষ স্বীকার করায় আলমগীরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ইউএনও শাহিদুল।