দিনাজপুরে মিলল বিষধর রাসেল ভাইপার
প্রাণ ও প্রকৃতি
দিনাজপুরের বিরল উপজেলার একটি ক্ষেতে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের তুলাই নদীর পাড়ের একটি সরিষা ক্ষেতে সাপটি পাওয়া যায়।
সাপটি উদ্ধার করেন বাংলাদেশ বন বিভাগের বিরল উপজেলার এসএফপিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী। উদ্ধারের পর সাপটি উপজেলার ধর্মপুর ফরেস্ট বিট অফিসে রাখা হয়।
এদিকে সাপটি রাজশাহীতে নেওয়ার জন্য শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাজশাহী স্নেক (সাপ) রেস্কিউয়ের একটি দল বিরলে এসেছে। দাপ্তরিক কাজ শেষে তাদের কাছে সাপটি হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী বলেন, স্থানীয় কৃষক নুর ইসলাম তার সরিষা ক্ষেতে অপরিচিত একটি সাপ দেখে বন বিভাগকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, ভারত সীমান্ত কাছাকাছি হওয়ায় সাপটি সেখান থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু সাপটি অনেক বিষাক্ত তাই উপযুক্ত স্থান ছাড়া সেটিকে অবমুক্ত করা হবে না।