চিনা বাদাম চাষে খুশি বরগুনার চাষিরা
কৃষি বিভাগ
উপকূলীয় জেলা বরগুনায় বেড়েছে চিনা বাদাম চাষ। চলতি মৌসুমে চিনা বাদামের বাম্পার ফলেন পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি উপকূলীয় জেলা বরগুনার চাষিরা। তাছাড়া চাষিদের উৎপাদিত চিনা বাদাম স্থানীন চাহিদা মিটিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে বরগুনা সদর উপজেলায় প্রায় ২ হাজার ৫০ হেক্টর জমিতে চিনা বাদাম চাষ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ফলন ভালো হয়েছে। তাছাড়া ২০ হেক্টর জমিতে চিনা বাদাম চাষ বেড়েছে।
বাদাম চাষি হানিফ বলেন, এ বছর বাদামের চাহিদা ও দাম ভালো থাকায় বিগত কয়েক বছরের চেয়ে লাভ বেশি হয়েছে। আশা করি আগামী বছর একটু বেশি জমিতে বাদাম চাষ করবো।
বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বরগুনায় বাদামের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য থাকার কারণে দেশ ও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। আমার কৃষকের কারিগরি পরামর্শ ও সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। বাদামের ফলন ভালো হয়েছে। এতে চাষিরা লাভবান হচ্ছেন।