কবিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
প্রাণিসম্পদ
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন ও সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা। এসময় বিশেষ অতিথি হিসেবে কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার ছোট বড় ৬২ টি খামারি স্টল দিয়ে অংশ গ্রহণ করেন। দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।