মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
মৎস্য
শরীয়তপুরে নড়িয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (২৬ মার্চ) বিকেলে উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ডিঙ্গামানিক ইউনিয়নের এলাহী বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা (৩৫) এবং একই এলাকার আবুল বাসার মাঝির ছেলে শাহিন শেখ (৩৬), তিনি পেশায় মাঝি। নিহতদের একজনে পরিচয় জানা যায়নি।
ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের ৫নম্বার ওয়ার্ডের সদস্য বুলবুল আহম্মেদ বলেন, ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে জানু মেম্বারের মাছের পুকুরে মাছ ধরতে গেলে ডিঙ্গামানিক ইউনিয়নের বাসিন্দা শাহিন শেখসহ কয়েকজন বজ্রপাতে গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহিন ও সিরাজকে মৃত ঘোষণা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পেয়েছি।