বশেমুরকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
ক্যাম্পাস
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কয়েকটি পদের চাকরিতে নিয়োগ বিধিমালা থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি বাদ দেওয়ায় আজ ১১ই জুন বিকাল ৫ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট ফেডারেশন , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
গত ৩০ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ক্যাডারবহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-ক্যাডার কর্মচারী নিয়োগ বিধিমালায় কয়েকটি পদে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন(ডিভিএম) ডিগ্রিকে বাদ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট অনুসারে সহকারী ব্যবস্থাপক, সম্প্রসারণ কর্মকর্তা, পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার, অ্যানিমেল প্রোডাকশন অফিসার, পশুপালন কর্মকর্তা ও জ্যু অফিসার পদে বিএসসি অ্যানিমেল হাজবেন্ড্রি ও বিএসসি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। কিন্তু ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিধারীদের এসব পদে আবেদনের সুযোগ রাখা হয়নি। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিএসএফ এর নেতৃবৃন্দ ও ভেটেরিনারি অনুষদের সাধারণ শিক্ষার্থীরা উদ্বেগ জানিয়ে প্রকাশিত গেজেটে ভেটেরিনারি ডিগ্রি অন্তর্ভুক্তির পাশাপাশি অভিন্ন ডিগ্রি চালুর দাবি জানায়।
মানবন্ধনের এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিএসএফ এর সভাপতি তানভীর সাঈদ নোবেল জানায় এই গেজেট প্রকাশের মাধ্যমে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন এর শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে।
বশেমুরকৃবি বিভিএসএফ এর সাধারণ সম্পাদক মো: জাকারিয়া হোসেন জানায় ৩০ মে প্রকাশিত ননক্যাডার নিয়োগ বিধিমালার গেজেট দ্রুত সংশোধন করা উচিত।
বশেমুরকৃবি বিভিএসএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো: গোলাম দস্তগীর জানায় এই গেজেট সংশোধন না করা অব্ধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম এর শিক্ষার্থীরা প্রয়োজনে আন্দোলন ও আমরণ অনষণে অংশগ্রহণ করবে।