বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপিত
ক্যাম্পাস
দীন মোহাম্মদ দীনু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ৩০ জুলাই ২০২৩ (রবিবার) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। এ উপলক্ষে সকাল ০৯ টায় এক বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রহ্মপুত্র নদে গিয়ে শেষ হয়। র্যালি শেষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।
বাকৃবি উদিচী ঘাটে আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল মনসুর এর সভাপতিত্বে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের প্রোটিন চাহিদার সিংহভাগই মাছ থেকে পূরণ হয়ে থাকে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গ্রাজুয়েটদের কল্যাণে বাংলাদেশে এখন পর্যাপ্ত পরিমাণ মাছ উৎপাদিত হয়। মৎস্যক্ষেত্রে চিংড়ি আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত। আমরা আশা করব ভবিষ্যতে অন্যান্য মাছের ক্ষেত্রেও বড় রপ্তানি খাত তৈরি হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক এবং মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির নেত্রীবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।