আমরা ক’জন মুজিব সেনা’র বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
পাঁচমিশালি
দীন মোহাম্মদ দীনু: ১৫ ই আগস্ট “জাতীয় শোক দিবস-২০২৩” পালন উপলক্ষে “আমরা ক’জন মুজিব সেনা” ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা কর্তৃক এক বিশেষ বর্ধিত সভা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন ও কমিউনিটি সেন্টারে ৯ আগস্ট ২০২৩ দুপুর ১ঘটিকায় অনুষ্ঠিত হয় । উক্ত সভায় জেলা, মহানগর ও সদর শাখার বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করে ।
“জাতীয় শোক দিবস-২০২৩”- সফল ভাবে সম্পাদন করার জন্য সংগঠনের নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
আজকের এই বর্ধিত সভায় আমাদের ময়মনসিংহের গর্ব, আমাদের সংগঠনের প্রানপ্রিয় অভিভাবক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা এ.কে.এম আফজালুর রহমান বাবু ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আমাদের কর্মসূচীকে বেগবান করার জন্য তাঁর মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন।
কৃষিবিদ জনাব আরিফ জাহাঙ্গীরের সভাপতিত্বে এই বর্ধিত সভা সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো কাজী নুরে নবী শীপলু। পরিশেষে সভাপতি মহোদয় অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জাতীয় শোক দিবসের কর্মসূচীকে সফলভাবে বাস্তবায়নের লক্ষে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।
জয় বাংলা ।
জয় বঙ্গবন্ধু ॥