বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ক্যাম্পাস
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনুঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২২তম বুনয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) সকাল ১০টায় গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে এবং জিটিআই এর ব্যবস্থাপনায় পরিচালিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।
জিটিআই এর পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ। জিটিআই এর প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন ট্রেজারার মোঃ রাকিব উদ্দিন, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম, জিটিআই এর বোর্ড অব কো-অর্ডিনেশন সদস্য প্রফেসর ড. মোঃ গোলাম ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভিশন স্মার্ট গ্র্যাজুয়েট বা দক্ষ জনশক্তি তৈরি করা। স্মার্ট গ্র্যাজুয়েট বা দক্ষ জনশক্তি উৎপাদনে শিক্ষার স্মার্ট পরিবেশ তৈরিতে দক্ষ সাপোর্ট সার্ভিসের গুরুত্ব অনেক। সাপোর্ট সার্ভিসের পেশাগত দক্ষতা বৃদ্ধিই এ প্রশিক্ষনের লক্ষ্য। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব বিভাগে প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জিটিআই এর সাবেক পরিচালক প্রফেসর ড. মোজাহার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ইউসুব আলী মন্ডল, কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের প্রধান ড. ইফফাত আরা মাহজাবীন, প্রধান প্রকৌশলী মোঃ শাহীন ইসলাম খান, চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইদুর রহমান, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমেদ, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক কৃষিবিদ ড. আমিনুর রহমান চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর হতে ১৮ অক্টোবর পর্যন্ত ২৫দিনের এ প্রশিক্ষণ কোর্সে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।