চিকিৎসায় সুস্থ ভুবন চিল অবমুক্ত
ক্যাম্পাস
তিনদিন চিকিৎসার পর সিলেটের টিলাগড় এলাকার বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রে ভুবন চিল অবমুক্ত করা হয়।
গত ১৯ ফেব্রুয়ারি প্রাণীপ্রেমী তাজওয়ার রশিদ ভুবন চিলটি উদ্ধার করে। প্রাধিকারের প্রচার সম্পাদক মোঃ মাহাদী হাসানের তত্বাবধানে তিনদিন চিকিৎসা চলে। এতে সার্বিক সহায়তা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান।
গত ২২ ফেব্রুয়ারি টিলাগড় বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রে ভুবন চিল অবমুক্ত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদি হাসান খান ।প্রাধিকার এর সাবেক সভাপতি ডাঃ বিনায়ক শর্মা, বর্তমান সভাপতি আবু ইরবাত আহমেদ রাফি, প্রচার সম্পাদক মোঃ মাহাদী হাসান ও রাশেদুল ইসলাম রাজু।তাছাড়া আরও উপস্থিত ছিলেন এনিমেল লাভার অফ সিলেট এর মাছুম আহমেদ সাইমন, বদরুল হোসেন এবং আয়েশা আরা লস্কর ।
ড. মোহাম্মদ মেহেদি হাসান খান জানান, বর্তমানে আবাসস্থল সংকট, খাদ্য সংকট, অবৈধ শিকার, পাচার, প্রাকৃতিক দূর্যোগ ইত্যাদি নানা কারণে অধিকাংশ বন্য প্রানী ও পাখী আজ বিলুপ্তির পথে। জীব বৈচিত্র আজ হুমকীর সম্মুখীন।