খুকৃবি শিক্ষক সমিতির নতুন কমিটি – ড. মানিক সভাপতি, ড.আশিক সাধারণ সম্পাদক
ক্যাম্পাস
দীন মোহাম্মদ দীনুঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সংগঠন নীলদল মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন ড. মো. আসাদুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড. মো. আশিকুল আলম।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি বিদ্যুৎ মাতুব্বর, যুগ্ম-সম্পাদক দেবাশীষ পণ্ডিত ও রাকিবুল হাসান মো. রাব্বি, কোষাধ্যক্ষ অঙ্কুর চৌধুরী, গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক হুমায়রা ইয়াসমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. জেসমিন আরা, মহিলাবিষয়ক সম্পাদক মীর রিফাত জাহান ঊষা, সমাজ কল্যাণ সম্পাদক কাজী মৌসুমি আক্তার, সদস্য-আফসানা ইয়াসমিন, প্রসেনজিত সরকার, রাসমিয়া সুলতানা পূজা রায় ও মোছা. সাবিনা আলিম।