বাকৃবি অফিসার পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
ক্যাম্পাস
দীন মোহাম্মদ দীনুঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের অভিষেক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ২৮ মে (মঙ্গলবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অফিসার পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ আরীফ জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ এবং কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান। অফিসার পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ আবুল বাসার আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটির সদ্য সাবেক সভাপতি কৃষিবিদ মোঃ খাইরুল আলম নান্নু।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী আমরা সবাই রাষ্ট্রের কর্মচারী। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রধান কাজ বিশ্বমানের গ্রাজুয়েট তৈরিতে শিক্ষার্থীদের সেবা প্রদান করা। বিশ্ববিদ্যালয় গৌরব অর্জন করলে সেখানে শুধু শিক্ষক বা শিক্ষার্থী নয় বরং সকল কর্মকর্তা-কর্মচারীদেরও কার্যপরিধি অনুযায়ী সমহারে অবদান থাকে। এজন্যই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, গৌরব অর্জনে শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলকে একযোগে যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক এবং কর্মচারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।