নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে ক্রস ব্রীড বকনা গরু বিতরণ
প্রাণিসম্পদ
সমন্বিত প্রানীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মধ্যে ৫২ জন সুফলভোগীদেরকে উন্নত জাতের ক্রস ব্রীড বকনা গরু ও উপকরন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে নাটোর সদর উপজেলা প্রানীসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই গরু এবং উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি।
অপরদিকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে নাটোর সদর উপজেলা এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত দুস্থ্য ও অসুস্থ্য ১৭ জন ব্যাক্তির মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমূখ।