নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের বাকৃবি বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন ও বৃক্ষ রোপণ
ক্যাম্পাস
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনুঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪ ) সকাল ১১টায় বাকৃবি বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন ও ‘বাওবাব’ গাছের চারা রোপণ করেছেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক , বাকৃবি বোটানিক্যাল গার্ডেনের বোর্ড অব ম্যানেজম্যান্ট এর সভাপতি প্রফেসর ড. এ.কে.এম. আজাদ-উদ-দৌলা প্রধান, সাবেক কিউরেটর প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, প্রফেসর ড. শাহানারা বেগম,কিউরেটর প্রফেসর ড. মো. নেছার উদ্দীন, প্রফেসর ড.মো. আরিফুল ইসলাম, প্রফেসর ড. মো. মুনির হোসেন, প্রফেসর ড. মো. আনিসুর রহমান মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.ফজলুল হক ভূঁইয়া অতিথিবৃন্দসহ বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত পট হাউস এবং ক্যাকটাস হাউস পরিদর্শন করেছেন। তিনি এসময় ক্যাকটাস হাউসে বিভিন্ন প্রজাতির বাহারি ক্যাকটাস দেখে মুগ্ধ হয়েছেন । কিউরেটর প্রফেসর ড. মো. নেছার উদ্দীন বোটানিক্যাল গার্ডেনের নানাবিধ বৃক্ষের বিষয়ে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে অবহিত করেন এবং বোটানিক্যাল গার্ডেনকে আরও সমৃদ্ধ করতে তাঁর সহযোগিতা চান ।