সিভাসুতে জমকালোভাবে ওয়ান হেলথ্ ডে- ২০২৪ উদযাপন
ক্যাম্পাস
৪ নভেম্বর, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ওয়ান হেলথ্ ইন্সটিটিউটের উদ্যোগে ‘ওয়ার্ল্ড ওয়ান হেল্থ ডে-২০২৪’ নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপিত হয়।
ওয়ান হেলথ্ একটি সামগ্রিক উপায় যা প্রাণী, মানুষ ও পরিবেশের সমন্বয়ে সুস্বাস্থ্য নিশ্চিতে কাজ করে। এই ধারণাটিকে মাঠ-পর্যায়ে প্রায়োগিক করার লক্ষ্যে, ওয়ান হেলথ্ ইন্সটিটিউট, সিভাসু-এর বর্তমান পরিচালক অধ্যাপক মোঃ আহসানুল হক এইবারের দিনটিকে উদযাপনের পদক্ষেপ নেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানের সূচনার পর, সেমিনারের আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথির বক্তব্যে সিভাসু’র বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন “মানুষ, প্রাণী ও পরিবেশের সুস্থতার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে”। সিভাসু অডিটোরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহযোগী অধ্যাপক ও প্রোগ্রাম ডিরেক্টর অব পাবলিক হেল্থ ড. মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী। পুরো আয়োজন ও বিভিন্ন পর্বের সভাপতিত্ব ও মডারেট করেন ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক। স্বাগত বক্তব্য রাখেন ডা. মেহেরজান ইসলাম (ওয়ান হেলথ্ পোল্ট্রি হাব, গবেষণা-সহকারী)।
প্রবন্ধ উপস্থাপনের পর প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন-সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. এএমএএম জুনায়েদ ছিদ্দিকী ও প্রফেসর ড. শারমীন চৌধুরী, সিভাসু’র মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. মো: মিজানুর রহমান, সিভাসু’র এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি বিভাগের প্রফেসর ড. শামছুল মোর্শেদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জাহেদুল ইসলাম, সিভাসু’র একোয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত জাহান আঁকা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ-এর সহকারী অধ্যাপক ডা. রুমানা রশিদ।
প্যানেল আলোচনার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, স্বাস্থ্যবিষয়ক উপস্থিত বক্তৃতা, পোস্টার প্রদর্শনী, ভিডিও ডকুমেন্টারি, ওয়ান হেল্থ ইনস্টিটিউটের ব্রশিয়ার ও লোগো উন্মোচন এবং স্কুল শিশুদের জন্য প্রতিযোগিতা। স্কুল শিশুরা উৎসাহের সাথে অনুষ্ঠানে জুনোসিস ও ওয়ান হেলথ সংক্রান্ত প্রেজেন্টেশন এবং খেলায় অংশ নেয়। ভেটেরিনারি, মেডিক্যাল, ফুড সাইন্স ও ফিশারিজ-এর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের কার্যক্রমের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।