নিষেধাজ্ঞা শেষে শুক্রবার থেকে শুরু হচ্ছে মাছ ধরা
মৎস্য
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলা জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আগামী কাল থেকে পুনরায় মৎস্য শিকার শুরু হচ্ছে।
শুক্রবার রাত ১২ টার পর থেকে জেলেরা নদীতে নামার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।
জাল, ট্রলার, নৌকা প্রস্তুত রয়েছে। তারা প্রত্যাশা করছেন নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছের আধিক্য বৃদ্ধি পাবে। আসন্ন ঈদ উল ফিতরে পরিবার পরিজন নিয়ে আনন্দের সাথে উদযাপন করতে পারবেন।
১ মার্চ থেকে মেঘনা ও তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকার অভায়শ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য বিভাগ। মূলত এ সময়টা মাছের ডিম দেয়ার মৌসুম। তাই ডিম ছাড়ার প্রক্রিয়া নির্বিঘ্ন করতেই সরকারের এ উদ্যোগ। কাল রাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। নতুন উদ্যমে মৎস্য শিকারের অপেক্ষায় উপকূলের লাখো জেলে।