করোনাকালে রাজধানীর ২০ টি পয়েন্টে আফতাবের আই জি ফুডসের ভ্রাম্যমাণ গাড়ি
এগ্রিবিজনেস
করোনাকালে মানুষের খাদ্যাভ্যাসে ফ্রোজেন ফুডের চাহিদা বেড়েছে। কর্মব্যস্ত জীবনে দীর্ঘ সময় ধরে নাশতা কিংবা খাবার তৈরির ঝামেলা থেকে বাঁচতে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ফ্রোজেন খাবার। নিরাপদ খাদ্যের অঙ্গীকারে সম্ভাবনাময় এই বাজারে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠান আই জি ফুডস লিমিটেড আফতাব ব্র্যান্ড নামে প্যাকেটজাত ফ্রোজেন ফুড বাজারজাত করে যাচ্ছে ।
করোনার ঝুকি এড়াতে রাজধানীর ২০ টি পয়েন্টে আই জি ফুডস এর ফ্রোজেন ফুড বিক্রি চলছে ফ্রিজার ভ্যানের মাধ্যমে।
ক্রেতারাও এসব প্যাকেটজাত ফ্রোজেন খাদ্য কিনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।অতীতে এ ধরনের খাবার কেনার হিড়িক মানুষের মধ্যে দেখা যায়নি। মুদি পণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের খাদ্য, সহজেই রান্না করা যায় এমন হিমায়িত খাদ্যের চাহিদা বেড়েছে।
কোম্পানি সূত্রে জানা যায়, ফ্রোজেন খাবার শতভাগ স্বাস্থ্যসম্মত।ফ্রোজেন খাবার শতভাগ স্বাস্থ্যসম্মত। খাদ্যের গুণগত মান নিশ্চিত করে বাজারজাত করা হয়েছে।এতে ক্ষতিকারক কোন প্রিজারভেটিভ নেই।
উল্লেখ্য, খাদ্যের গুণগত মান নিশ্চিকরণে আই জি ফুডস ইতোমধ্যে ISO 22000, HACCP, HALAL. সহ বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।