বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে পালিয়ে যাওয়া নীলগাই মিললো মধুপুর বনাঞ্চলে
প্রাণ ও প্রকৃতি
টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি বনাঞ্চল থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়েছে। এর আগে, নীলগাইটি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে পালিয়ে যায়।
সোমবার বিকেলে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা এলাকার ঝোপঝাড় থেকে নীলগাইটি আটক করা হয়। পরে সেটি দেখতে শতশত মানুষ ভিড় করে। এরপর বনবিভাগের হেফাজতে দেয় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, দুদিন ধরে নীলগাইটি উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা এলাকার আশপাশের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। বিকালে গ্রামবাসীরা ফাঁদ পেতে গাইটি আটক করে। পরে সেটি দেখতে শত শত মানুষ ভিড় করে। এরপর নীলগাইটি বন বিভাগের হেফাজতে দেয় স্থানীয়রা।
মধুপুর বনাঞ্চলের সহকারি বন সংরক্ষক জামাল হোসেন জানান , এক বছর আগে সীমান্ত পেরিয়ে দিনাজপুর এলাকায় ধরা পরে। পরবর্তীতে প্রাণীটি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারী পার্কে ছেড়ে দেয়া হয়। এরপর গত ১০ ফেব্রুয়ারি সাফারী পার্ক থেকে নীলগাইটি পালিয়ে যায়। বর্তমানে প্রাণীটি এখন সুস্থ রয়েছে। গাজীপুর সাফারী পার্কের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হবে।