হাটহাজারী বাজার থেকে ২০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
মৎস্য
হাটহাজারী বাজারে বিক্রি করার সময় ২০ কেজি রাক্ষুসে পিরানহা মাছ জব্দ করেছে প্রশাসন।
গত মঙ্গলবার (১১ মে) শেষ বিকেলে জ্যৈষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বাজারে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাছ জব্দ করার আদেশ দেন। মানবদেহের জন্য চরম ক্ষতিকর এসব মাছ খেলে নিরাময় অযোগ্য বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
ঘটনার সত্যাতা স্বীকার করে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা নাজমুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাটহাজারী বাজারে বিক্রি করার সময় ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে মাছ বিক্রেতা সুকৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাছগুলো পরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
পিরানহা মাছটি নিষিদ্ধ ও বিষাক্ত। এটি খাওয়াতো দূরের কথা কোন কারণে কামড় দিলেও তা মানবদেহের জন্য চরম ক্ষতিকর। এ মাছ খেলে নিরাময় অযোগ্য বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।