ত্রিশ কেজির বাঘাইড় মাছ বিক্রি ৩৫ হাজার টাকা
মৎস্য
ত্রিশ কেজি ওজনের এক বাঘাইড় মাছ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।
গত শনিবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের জেলে জীবন বিশ্বাসের জালে কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও বাজারে শেনুর মিয়া নামে এক যুবক মাছটি কিনেছেন।
জীবন বিশ্বাস জানান, প্রতিদিনের মতো শনিবারও তিনি কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান। এদিন জাল ফেলেই পেয়ে যান বিশালাকার বাঘাইড়। খবর পেয়ে অনেকেই মাছটি কিনতে এসেছিলেন। পরে দর-দাম করে শেনুর মিয়া মাছটি কেনেন। এসময় পাইলগাঁও বাজারে দেখা গেছে উৎসুক মানুষের ভিড়।
শেনুর মিয়া জানান, ‘৩৫ হাজার টাকায় মাছটি কিনে আমরা ১৫ জন বন্ধু ও স্বজন কেটে ভাগ করে নিয়েছি বলে জানান তিনি।