শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সিলগালা
ক্যাম্পাস
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া তিনটা আবাসিক হল করা হয় তালাবদ্ধ। রাষ্ট্রের আদেশ পালনের জন্য কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল ও শেরেবাংলা হল এ প্রধান ফটক সিলগালা করা হয়।
ছেলেদের দুইটি আবাসিক হল সিলগালা করা হলেও নবাব সিরাজউদ্দৌলা হল কেন সিলগালা করা হয়নি প্রশ্নে প্রভোস্ট অধ্যাপক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘আমাদের হলে বেশ কিছু সংখ্যক বিদেশি ছাত্র থাকে। তাদের দুই তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে রাখা হচ্ছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা দুইটি হল সিলগালা করলেও বাকি নবাব সিরাজউদ্দৌলা হল ও কৃষকরত্ন শেখ হাসিনা হল বিদেশি শিক্ষার্থীদের বিবেচনায় সিলগালা করতে সময় নিচ্ছি। আর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সিলগালা করা না হলেও সেখানে কোনো ছাত্রী নেই। হলের বাইরের অংশে মর্টার এর সুইচ থাকায় তা সম্ভব হচ্ছে না। তবে এক্ষেত্রেও দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেশনজট সমস্যা দূরীকরণের লক্ষ্যে দ্রুততম সময়ের ভেতরে একটি রোডম্যাপ প্রণয়ন করা হবে। যেন শিক্ষার্থীরা তাদের ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারে।’
উল্লেখ্য গত ২৪ ফেব্রুরারি, বুধবার ২৪ ঘণ্টা মাঝে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ছাড়ার নোটিশ জানায়। তার দুই দিন পরে শিক্ষার্থী শূন্য হল সিলগালা ও তালাবদ্ধ করে দেওয়া হয়।
‘রাষ্ট্রের আদেশ পালনের জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো শহীদুর রশীদ ভুঁইয়া