দুই চিতলের দাম ১৪ হাজার টাকা!
মৎস্য
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা-আরিচা নদীর মোহনায় এক জেলের জালে ৬ কেজি করে মোট ১২ কেজি ওজনের দু‘টি বিশাল আকৃতির চিতল মাছ ধরা পড়েছে। যা বিক্রি করা হয় ১৩ হাজার ৮শ’ টাকা।
বৃহস্পতিবার(২৭ মে) দুপুর ১টার দিকে জেলে নজরুল হালদারের জালে মাছ দুইটি ধরা পড়ে।
দৌলতদিয়া ঘাটের আরিফা-চাঁদনী মৎস্য ভাণ্ডারের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছ দুইটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ১৩ হাজার ৮০০ টাকা দিয়ে জেলে নজরুল হালদারের কাছ থেকে কিনে নেন।
জেলে নজরুল হালদার জানান, মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে মিলনের আড়ত থেকে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ১৩ হাজার ৮০০ টাকায় মাছগুলো বিক্রি করে দিয়েছি।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, ১২ কেজি ওজনের চিতল মাছগুলো জেলে নজরুল হালদারের কাছে থেকে ১৩ হাজার ৮০০ টাকায় কিনেছি এখন ১২শ’ টাকা কেজি দরে মাছগুলো ঢাকায় বিক্রি করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, পদ্মা-আরিচা নদীর মোহনায় বড় বড় চিতল মাছ খুব কম দেখা যায়।