বৃষ্টিতে রাজধানীর রাস্তায় উঠেছে মাছ!
মৎস্য
আমাদের এই দেশে নদী মাতৃক দেশ। এই দেশের খাল-বিল, নদী-নালা সব মাছে ভরা। মাছ ছাড়া যেমন এই দেশের মানুষের একদিনও চলে না, তেমনি মাছও আছে এই দেশের সর্বত্র। মুষলধারে বৃষ্টি হওয়াতে ইট-পাথরের রাজধানীর শহরেও মিলেছে মাছ।
রাজধানীতে মঙ্গলবার (১ জুন) সকাল থেকে হয়েছে মুষলধারে বৃষ্টি। সোমবার দিনগত মধ্যরাতে বৃষ্টি হলেও থেমে গিয়ে আবার সকাল সাড়ে ৬টার দিকে শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। আর এতেই তলিয়ে যায় রাজধানীর অনেক অলিগলি। সৃষ্টি হয় জলাবদ্ধতা।
সে জলাবদ্ধতায় বৃষ্টির পানির উজানে ডোবা থেকে উঠে এসেছে মাছ। বসুন্ধরার আবাসিক এলাকার রাস্তায় দেখা গেছে এমন চিত্র। সেখানকার একটি সড়কে টাকি এবং খলিসা মাছ দেখা গেছে এই বৃষ্টিতে।