ছাগল ও ভেড়া খামারিদের মিলনমেলা বুধবার
প্রাণিসম্পদ
আগামী ২৩ জুন(বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাগল ভেড়া খামারিদের নিয়ে দেশের সর্ববৃহৎ এবং দিনব্যাপি মিলনমেলা। সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ ইনস্টিটিউটের সেমিনার হলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ.ম রেজাউল করিম ও সচিবগণ এবং বিএলআরআই এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
যেসকল খামারিরা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার ও খামারের নামসহ ০১৯৭৭৯৯৫৫৬২ অথবা ০১৯০২৪৪৪৪২৪ এই নাম্বারে ম্যাসেজের মাধ্যমে জানাতে বলা হয়েছে।
বাংলাদেশ গোট এন্ড ফিশ ফার্মারস এসোসিয়েশনের পক্ষ থেকে সকল ছাগল এবং ভেড়া খামারিদের এই প্রাণের মেলায় অংশগ্রহণ করে আয়োজনকে আরো প্রাণবন্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে।