বাফিটা’র নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি সুধীর চৌধুরী ও মহাসচিব হেলাল উদ্দিন
প্রাণিসম্পদ
প্রাণিজ (পোল্ট্রি, ডেইরী ও মৎস্য) খাদ্যের অত্যাবশ্যকীয় উপকরণ/মৌলিক কাঁচামাল আমদানীকারক, উৎপাদনকারী, স্থানীয়ভাবে সংগৃহীত ও সরবরাহকারী বৃহত্তর বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোটার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন, বাফিটা (রেজিস্ট্রেশন নং- TO : 944/2017) এর ১৫ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কার্য্যনির্বাহী পরিষদের কর্মকর্তা পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুন) বাফিটা’র অফিস কনফারেন্স কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং রবিবার (২০ জুন) একই স্থানে পোর্ট-ফোলিও ১০ (দশ) জন ও ০৫ (পাঁচ) জন কার্য্যনির্বাহী সদস্যও নির্বাচিত হন।
নির্বাচিত সদস্যবৃন্দ হলেন- সুধীর চৌধুরী, স্বত্বাধিকারী, মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ-সভাপতি পদে এবং মোঃ হেলাল উদ্দিন, স্বত্বাধিকারী, মেসার্স হেলাল এন্টারপ্রাইজ-মহাসচিব পদে নির্বাচিত হয়। সিনিয়র সহ-সভাপতি পদে জনাব মোঃ সবির হোসেন, স্বত্বাধিকারী, মেসার্স এম.এস ট্রেডিং, সহ-সভাপতি পদে জনাব মোঃ আবুল কালাম আজাদ, স্বত্বাধিকারী, মেসার্স আল-আমিন পোল্ট্রি ফিড, সহ-সভাপতি পদে জনাব মোঃ সৈয়দুল হক খান, ব্যবস্থাপনা পরিচালক, খান এগ্রো ফিড প্রোডাক্টস, যুগ্ন মহাসচিব পদে জনাব মোঃ মাহবুবুল আলম, স্বত্বাধিকারী, মেসার্স রহমান ট্রেডার্স, সাংগঠনিক সম্পাদক পদে জনাব মোঃ গিয়াস উদ্দিন খান, স্বত্বাধিকারী, এইচ এন্ড কে ফিড প্রোডাক্টস, কোষাধ্যক্ষ পদে জনাব মোঃ ফারুক, স্বত্বাধিকারী, ফয়সাল ট্রেডিং কোম্পানী, সমাজকল্যান সম্পাদক পদে জনাবা মমতাজ হোসেন ইতি, স্বত্বাধিকারী, মেসার্স ইতি এন্টারপ্রাইজ প্রচার সম্পাদক পদে জনাবা সাদিয়া আফরিন মুন্নি, স্বত্বাধিকারী, মেসার্স সিনথিয়া এন্টারপ্রাইজ নির্বাচিত হয়।
এছাড়াও কার্য্যনির্বাহী পরিষদের নির্বাচিত ৫ (পাঁচ) জন সদস্যবৃন্দ হলেন – জনাব সৈয়দ কামালুর রহমান খোকন, ব্যবস্থাপনা পরিচালক, সি.আার পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ, জনাব মোঃ হাবিবুর রহমান, স্বত্বাধিকারী, আল-হাবিব এন্টারপ্রাইজ, জনাব মোঃ আলাল আহমেদ, স্বত্বাধিকারী, মেসার্স আলাল এন্টারপ্রাইজ, জনাব মোঃ খোরশেদ আলম, স্বত্বাধিকারী, তাজ রেডি ফিডস, জনাব মোহাম্মাদ শাহ্ একরাম, স্বত্বাধিকারী, মেসার্স একরাম এন্ড ব্রাদার্স।