মুরগিতেই রোনালদোর ফিটনেসের রহস্য!
পাঁচমিশালি
রোনালদো বলতেই যেন সবার পরিচিত একটি নাম। সর্বদা সাফল্যে পিছে ছুটে চলা এক নাম রোনালদো। রোনালদোকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি নেই। তার ব্যক্তিগত জীবন নিয়ে যেমন ভক্তদের আগ্রহ আছে, তেমনি আগ্রহ আছে তার ফিটনেস নিয়ে। অবশেষ জানা গেলো এই পর্তুগিজ তারকার দুর্দান্ত ফিটনেসের রহস্য। হ্যাঁ, তাঁর সেই রহস্য লুকায়িত আছে মুরগিতেই।
রোনালদোর অনেকগুলো প্রিয় খাবার আছে। তম্মধ্যে মাছ রোনালদোর অন্যতম প্রিয় খাবার। এ ছাড়াও টাটকা ফল, সেলেয়ালস, নানা রকমের সালাদ, ভাজা মাংস খেতে খুব পছন্দ করেন এই পর্তুগিজ সুপারস্টার।
তবে এগুলো রোনালদোর প্রিয় খাবার হলেও মুরগি রোনালদোর একমাত্র নিয়মিত খাবার।প্রতিদিনই রোনালদো মুরগি খান বলে এমন তথ্য দিয়েছেন সাম্প্রতিক সময়ে তাঁর অন্যতম সতীর্থ দাউদা পিটার্স।