মাছ শিকারের দায়ে ৮ ট্রলার মালিকের জরিমানা
মৎস্য
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৮টি ট্রলারের মালিককে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ জরিমানা করে মৎস্য বিভাগ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
জানা গেছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে অসাধু জেলেরা সমুদ্রে মাছ শিকার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কুয়াকাটা নৌ-পুলিশ কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মাহমুদের নেতৃত্বে একটি দল রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৮ টি ট্রলার, ৪ লাভ মিটার জাল ও ৫ মণ মাছসহ ট্রলারে থাকা জেলেদের আটক করে।
পরে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি ট্রলারের মালিককে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেন।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ৬টি ট্রলারের জরিমানা দিয়ে তারা জেলেদের নিয়ে গেছেন। আর দুইটি ট্রলারের জরিমানার টাকা এখনও দিতে পারেনি। তারা নৌ-পুলিশের হেফাজতে আছেন। জরিমানা দিতে না পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আটক ট্রলারগুলো রাঙ্গাবালী, গলাচিপা ও কলাপাড়ার বলে জানান তিনি।
এগ্রিভিউ/এসএমএ