শেকৃবিতে হাজারো দর্শকের উপস্থিতিতে ফুটবল ম্যাচ, জানতো না প্রশাসন
ক্যাম্পাস
শেকৃবি প্রতিনিধিঃ করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণ করতে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে সারাদেশে। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সরকারে বিধি-নিষেধ উপেক্ষা করে প্রায় ১ হাজার দর্শকের উপস্থিতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট।
বুধবার ( ৭ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেখ কামাল অনুষদ ভবন সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র জানা যায়, ক্যাম্পাস বসবাসরত যুবকদের উদ্যোগে সিনিয়র জুনিয়র ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী ও কিছু শিক্ষার্থীরাও খেলায় অংশগ্রহণ করে। ক্যাম্পাসের বাইরে কেউ ওই সময়ে ছিল না তবে সবাই স্বাস্থ্যবিধি মেনেই মাঠে আসছিল। এছাড়া আগামী ১৪ জুলাই পর্যন্ত এভাবে প্রত্যেকদিন ম্যাচ চলবে স্থানীয় সূত্রে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মিয়া জানান, বিকেলে ক্যাম্পাসে ঘুরতে গিয়ে দেখি প্রায় ১ হাজার দর্শক উপস্থিতিতে ফুটবল ম্যাচ চলছে।
ক্যাম্পাস যখন পুরোপুরি ভাবে বন্ধ, তখন শেখ কামালের পাশের মাঠে চলে ঐতিহ্যবাহী ফুটবল টুনামেন্ট।শেকৃবি প্রশাসন কি আদৌ ঘুমন্ত অবস্থা হতে জাগ্রত হবে? আজ কোথায় আপনাদের কোভিড ১৯ কমিটির সচেতন কর্তৃপক্ষ।
এখানে কি করোনা হবে না? নাকি শুধু শিক্ষার্থীদের করোনা হয়? শেকৃবি প্রশাসন অজ্ঞ নাকি বিজ্ঞ প্রশ্ন রয়ে গেল?
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ বলেন, খবর পাওয়া সাথে সাথে আমরা ম্যাচ বন্ধ করে দিয়েছি। আর খেলা হবে না।
খেলার অনুমতি চাওয়ার বিষয় জিজ্ঞেস করলে তিনি বলেন , না! খেলার জন্য কাউকে কোনো অনুমতি দেওয়া হয় নি।