হিজলায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল গরু-ছাগল!
প্রাণিসম্পদ
বরিশালের হিজলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে রাফিজুল খান নামে এক খামারির ৬ টি গরু-ছাগল ঝলসে গেছে। আগুন নিভাতে গিয়ে মারাত্মক আহত হয় রাফিজুল ও তার স্ত্রী।
শনিবার দিবাগত রাতে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আবুপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি রাফিজুল খান জানান, তারা স্বামী স্ত্রী ও ৩ ছেলে-মেয়ে নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। গোয়াল ঘরটি তাদের শয়ন ঘরের পিছনে ছিল। ভোর রাতের দিকে ঘরের উপর দিয়ে আগুনের ঝলকানিতে স্ত্রী মালেকার ঘুম ভেঙে যায়।
বের হয়ে গোয়াল ঘরে আগুন দেখে ডাক চিৎকার দেয় তারা। আগুন নিভাতে গিয়ে মারাত্মক আহত হয় রাফিজুল ও তার স্ত্রী।
মালেকা বেগম জানান, গোয়াল ঘরে কোন বিদ্যুতের সংযোগ নেই। মশার কয়েলও জ্বালানো হয় নি। কিভাবে আগুন লাগলো সেই প্রশ্ন তাদের! কেউ শত্রুতা করে আগুন দিতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হিজলার হরিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুর রহিম।
হিজলা থানা ওসি অসিম কুমার সিকদার জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এগ্রিভিউ/এসএমএ