মাছ চুরির অভিযোগে তৃতীয় শ্রেণির ছাত্রকে গাছে বেঁধে নির্যাতন
মৎস্য
মাছ চুরির অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় মল্লিকপুর তামলাই দিঘির পাড়ে জহিরুল ইসলামের বাড়ির কাছে ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (১৩ জুলাই) নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, শিশুটিকে যে গাছে বেঁধে নির্যাতন করা হয়।
নির্যাতনের শিকার জুয়েল রানা (৯) দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর সরকার পাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। সে পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
জুয়েলের বাবা মনির উদ্দিন জানান, মাছ চুরির অপবাদে আমার ছেলেকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে পেটানো হয়েছে। একই গ্রামের রমজান আলী বাসু এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত রমজান বাসু জানান, ‘হাসি-তামাশা করে তাকে বেঁধে দুইটা বাড়ি দিয়েছি। নির্যাতন করিনি।’
লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।
এগ্রিভিউ/এসএমএ