প্রবল বৃষ্টিপাতে পর ভূমিধস, নিহত ৩৬
প্রাণ ও প্রকৃতি
প্রবল বৃষ্টিপাতের পর ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। রাজ্যের রাইগাদ জেলায় তিনটি ভূমিধসের ঘটনায় আরও ৩০ জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সাতারায় আরেকটি ভূমিধসের খবর পাওয়া গেছে। সেখানে ১২ জন আটকা পড়েছে। খবর নিউজ এইটিনের।
পুলিশ জানিয়েছে, রাইগাদের মাহাদ তেহসিলের তালাই গ্রামের কাছে ওই ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তারা বলছে, গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের লাগাতার বৃষ্টিপাত হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, ভূমিধসের স্থান থেকে তারা ৩৬ জনের মরদেহ উদ্ধার করেছেন। স্থানীয়রা জানিয়েছে, আরও বহু লোক আটকা পড়ে থাকতে পারে।মহারাষ্ট্রের কনকান অঞ্চলের কাছাকাছি সাত্তারিও পানিতে ডুবে গেছে। মুম্বাইয়ের গোবান্দি এলাকায় একটি বাড়ি ধসে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়। আর আহত হয় সাতজন। চিপলুনের মিরজোলি গ্রামে একটি ভূমিধসের পর অন্তত ৫৬ জন গ্রামবাসীকে গবাদিপশুসহ উদ্ধার করা হয়েছে।
এদিকে একটি যাত্রীবাহী বাস কোলহাপুর জেলার একটি নদীতে ভেসে গেছে। ওই বাসটিতে ১১ জন আরোহী ছিল। তবে বাসটি ভেসে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তাদের উদ্ধারে সক্ষম হয় কর্মকর্তারা।