সাতক্ষীরায় মৎস্য খাতে ক্ষতি ৫৩ কোটি ৪৯ লাখ টাকা
মৎস্য
গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ভেসে গেছে ১৫ হাজার মৎস্য ঘেরের মাছ। করোনা মহামারীর এই সময়ে ব্যাংক ঋণ ও সমিতি থেকে কিস্তির টাকা তুলে মাছ চাষ করেছেন চাষিরা। এখন লাভ তো দুরের কথা ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা তারা। সংশ্লিস্টরা বলছেন, মৎস্য খাতে ক্ষতি হয়েছে ৫৩ কোটি ৪৯ লাখ টাকা।
জানা যায়, সাতক্ষীরায় গেল কয়েক দিনের বৃষ্টিপাতে এখনও তলিয়ে আছে ১৫ হাজার মৎস্য ঘের ও ছোট বড় পুকুর। তবে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায়। এই তিন উপজেলায় ভেসে গেছে ৪৭ কোটি ৭৬ লাখ টাকার মাছ। এছাড়া সাতক্ষীরা সদর, তালা এবং দেবহাটার উপজেলার ১ হাজার ৯’শ ৯৭টি ঘের ভেসে গেছে। যার ক্ষতির পরিমান ১১ কোটি ২৪ লাখ টাকা।
মৎস্য চাষীরা জানান, করোনা মহামারীর এই সময়ে ব্যাংক ঋণ ও সমিতি থেকে কিস্তির টাকা তুলে মাছ চাষ করেছেন তারা। এখন লাখ লাখ টাকার মাছ ভেসে যাওয়ায় ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।
এদিকে মৎস্য ঘের প্লাবিত হওয়ায় ঘের মালিকদের কাছে চিংড়ী পোনার পাওনা টাকা নিয়েও বিপাকে পড়েছে পোনা ব্যবসায়ীরা।
সংশ্লিস্টরা জানান, অতিবৃষ্টিতে সাতক্ষীরা জেলায় ৫৯ কোটি টাকার মাছ ভেসে গেছে।পুষিয়ে নিতে মৎস্যচাষীদের সব ধরণের আর্থিক সহায়তা করবে সরকার এমলোকসান ন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের ।