বিএনপি-জামাত দেশের জন্য হুমকি স্বরূপ: কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম
ক্যাম্পাস
বিএনপি-জামাত বাংলাদেশের অগ্রগতি দেখে দুঃখ পায়। এরা দেশের জন্য হুমকি স্বরূপ। এরা সাম্প্রদায়িকতাকে উষ্কে দিয়ে ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শুক্রবার (১৩ আগস্ট) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অডিটোরিয়ামে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ শেকৃবি শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিলো খুনি মোশতাক ও জিয়া গং। বঙ্গবন্ধুর খুব কাছে থেকেই ষড়যন্ত্র করেছে তারা। একাত্তরের অপশক্তিরা এখনও দেশ থেকে মুছে যায়নি। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে, দেশের উন্নয়ন মেনে নিতে পারেনা।
অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূন, শেকৃবি’র সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাইদুল হক চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ প্রমুখ।