মাছ শিকারে গিয়ে সাপের কামড়ে মৃত্যু
মৎস্য
সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট ঢুপি গ্রামের এক যুবক মাছ শিকার করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর দাবি।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে সারীঘাট নয়াখেল হাওরে মাছ ধরতে যান কবির আহমদ (৩৫)। পরদিন দুপরে স্থানীয় এক যুবক ধানক্ষেত দেখতে গিয়ে মৃত অবস্থায় কবির আহমদকে দেখতে পায়। বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেটে প্রেরণ করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাপের কামড়ে তার মৃত্যু হতে পারে। তবে তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।