জালে ধরা পড়ল ২৭ কেজি ওজনের পোয়া মাছ
মৎস্য
কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি পোয়া মাছ। শনিবার ভোরে এফভি জোমান নামের একটি মাছ ধরার ট্রলারের জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
ট্রলারের মাঝি হোসেন আহমদ বলেন, সাগরে তিন দিন মাছ শিকারের সময় তেমন একটা মাছ পাওয়া যায়নি। হঠাৎ শনিবার ভোরে জালে একটি কালো পোয়া মাছ ধরা পড়ে। এরপর আমরা ট্রলার নিয়ে ঘাটে ফিরে আসি। এ সময় মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। মাছটির ওজন ২৭ কেজি।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে পোয়া মাছের দাম ও চাহিদা বেশি।
এর আগে ১১ আগস্ট সেন্টমার্টিন দ্বীপে বড়শিতে ধরা পড়ে প্রায় ৮০ কেজি ওজনের একটি ‘ভোল মাছ’; যা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছিল।