৩১ আগস্ট পর্যন্ত কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ
মৎস্য
রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরার উপর চলমান নিষেধাজ্ঞা আরও ১০ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করেছে স্থানীয় প্রশাসন। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেলেরা ১ সেপ্টেম্বর থেকে মাছ ধরতে পারবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) বিপণন ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।
শনিবার (২১ আগস্ট) এ প্রসঙ্গে তিনি জানান, মাছের নিরাপদ প্রজনন এবং পানির স্তর বাড়ানোর জন্য কাপ্তাই লেকে জাল ফেলা, মাছ বিক্রি ও পরিবহনের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে স্থানীয় প্রশাসন, ১ মে থেকে কাপ্তাই লেকে জাল ফেলা, মাছ বিক্রি ও পরিবহনের উপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছিল।কার্প মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার জন্য জারি করা এ নিষেধাজ্ঞার মেয়াদ পরবর্তীতে দুই দফায় বাড়ানো হয়।