প্রাধিকারের ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি তাজুল ও সম্পাদক নীলোৎপল
ক্যাম্পাস
প্রাধিকারের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি তাজুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক নীলোৎপল দে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণি অধিকার এবং জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক সংগঠন “প্রাধিকার” এর ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ( ২ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাধিকারের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য বায়োটেকনোলজি ফ্যাকাল্টির সম্মানিত ডিন প্রফেসর ড. মুহাম্মদ মেহেদি হাসান খান, ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, প্রাধিকারের সাবেক সভাপতি ডা. বিনায়ক শর্মা এবং ডা. আনিসুর রাহমান।সাবেক সহ সভাপতি আল আমিন আহমেদ রুয়েল। সাবেক সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন রিফাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা.মাহদী রাহি।
নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর শিক্ষার্থী তাজুল ইসলাম মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর শিক্ষার্থী নীলোৎপল দে।
নতুন কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য পদে যারা থাকছে, সহ-সভাপতি- তিলোত্তম ভট্টাচার্য্য তূর্য ,মোঃ আকিব, আল ইবনে রিফাত ,তাশফিয়া তাহজীন। জয়েন্ট সেক্রেটারী আব্দুল্লাহ মোহাম্মদ আসিফ ,আরিফ ইশতিয়াক, মোঃমোশাররফ হোসেন , রুওনক জাহান উন্নতি,মামুনুর রহমান মুন ।
কোষাধ্যক্ষ -মোঃ মাহাদী হাসান, সহকারী কোষাধ্যক্ষ -উসামা ওয়াসিফা রিভু ও তানভীর হাসান।সাংগঠনিক সম্পাদক (ওয়াইল্ডলাইফ) -প্রশান্ত দেবনাথ স্বরণ,আব্দুল্লাহ আল মামুন। সাংগঠনিক সম্পাদক (ডোমেস্টিক এন্ড পেট এনিম্যাল)- মোঃ আল ফায়েদুর রহমান , কানন তালুকদার । সাংগঠনিক সম্পাদক (ফিশারিজ)- কাজী রাকিব উদ্দিন সাব্বির, সিদ্দিকুর রহমান সুজন।সংগঠনটির সম্পাদক (জেনেটিক রিসোর্স)- হাঞ্জালা ওসমান নীলয়, আহাদ মোল্লা ।
প্রাধিকার রেস্কিউ উইং হেড -আশরাফুল ইমন, সহকারী রেস্কিউ উইং-তুষার কান্তি, শাকিল মাহমুদ সুপ্ত । ল-কনসার্ন সম্পাদক সোহানুর রহমান, শাকিল আহমেদ । হিউম্যান রিসোর্স সম্পাদক – সূচনা আক্তার, শবনম শায়েস্তা শিফা । জনসংযোগ সম্পাদক – আরিজ আহমেদ সাদ, নাহিয়ান রহমান সাদ ।
এছাড়াও এক্সিকিউটিভ মেম্বারা হলেন- আলিফ আলী জনি, আবদুল্লাহ আল মামু্ন, শাওন দেবনাথ নিলয়, প্রমিতোষ দত্ত , পার্থ বিশ্বাস , মো: সাহেকুর রহমান, মো: জাহিদুর রহমান জুয়েল , নাসের ইকবাল , আফসানা মিমি , নাঈম চৌধুরী ।
অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, প্রাধিকার একটি মহতী সংগঠন যারা বোবা প্রাণীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী ধারা অব্যাহত রেখে নতুন কমিটি এই সংগঠনককে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।